আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বিকালে পান্না কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক মতিয়ার রহমান মতি, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুল।
স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মনিরুজ্জামান রাসেল।
আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন মিয়া, সাধারন সম্পাদক ইমরান হোসেন, হারদি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।