আলমডাঙ্গায় বাউল সাধু-গুরু ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালন
আলমডাঙ্গায় বাউল সাধু-গুরু ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার দুপুরে নান্নু, টগর, আশু সড়কে বাউল সাধু-গুরু ফাউন্ডেশনের কার্যালয়ে ইঞ্জিনিয়ার ফজলে রব্বের অর্থ্যায়নে বাউল সাধু-গুরু ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাউল সাধু-গুরু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক একরামুদৌল্লা ঝিন্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফাুরক, বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগের সাবেক আহব্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের, আব্দুল বাকি, আসমান, টুটুল, কালু।
বাউল সাধু-গুরু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইলিয়াস স্বপন, মকলেছুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, বিল্লাল হোসেন, জিয়া, শহিদুর, কবি গোলাম রহমান চেধুরী। দোয়া পরিচালনা করেন ষ্টেশন জামে মমসজিদের ঈমাম মাওলানা শফি উদ্দিন।