১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নির্মাণাধীন বাড়ি থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১১, ২০২২
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় স্টেশন রোডে নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। ১১ আগস্ট সকাল ৯ টার দিকে তিনি ওই ভবন থেকে নিচে পড়ে যান। আহত শ্রমিক চাপাইনবাবগঞ্জের হৃদয়(২০) নির্মানাধীন ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।


জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাদি জিয়াউদ্দিন আহমেদ সাঈদ শহরের স্টেশন রোডে একটি বহুতল ভবন নির্মাণ করছেন। চাপাইনবাবগঞ্জের নির্মাণ শ্রমিক হৃদয় ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করছেন। গতকাল সকালের দিকে কাজ শুরু হলে রাজ মিস্ত্রি হৃদয় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডাক্তার হাদি জিয়াউদ্দীন আহমেদ জানান, ছেলেটি যেহেতু আমার নির্মানাধীন ভবনে কাজ করছে,তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন সুস্থ আছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram