আলমডাঙ্গা সরকারি কলেজের কর্মচারী খোরশেদ আলম বাবলুকে খুঁজে না পেয়ে থানায় জিডি
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১০, ২০২২
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা সরকারি কলেজের কর্মচারী খোরশেদ আলম বাবলুকে খুঁজে পাচ্ছেন না তার পরিবার। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।
সাধারণ ডায়েরীসূত্রে জানা যায়, খোরশেদ আলম বাবলু চোখে অল্প দেখেন। গত ৯ আগস্ট ভোরে আলমডাঙ্গার আসাননগর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে পরবর্তিতে আর ফিরে যাননি।
পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়দের বাড়িতে খোঁজ করে কোথাও পাননি। বাধ্য হয়ে গতকাল নিখোঁজ বাবলুর স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় জিডি করেছেন।