আলমডাঙ্গার ডাউকি গ্রামের গরু বিক্রয়ের টাকা ও গহনাগাটি লুটপাটের অভিযোগ
আলমডাঙ্গার ডাউকি গ্রামের গরুবিক্রয়ের টাকা ও গহনাগাটি লুটপাটের অভিযোগ উঠেছে একই গ্রামের এনামুল ও তার দুইভাইসহ ৬ জনের বিরুদ্ধে। এবিষয়ে লুটপাটের স্বীকার ওল্টুর স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে গত মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে তারা ঘুমিয়ে গেলে ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে ডাউকি গ্রামের আব্বাস আলীর ছেলে এনামুল তার দুই ভাই রকিবুল (৩৫) , হাসান (২২) একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে আইনাল (৬০), লুৎফর রহমানের ছেলে আমিরুলসহ ৬ জন মিলে আব্বাসের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে।
তারা নগদ টাকা, সোনার চেইন ও কানের দুল লুট করে নেয়। একই সময় সালমা খাতুনের ভাসুর শিল্পোর স্ত্রী বিউটি খাতুনের ঘর থেকে গরু বিক্রির টাকা, সোনার গহনা নিয়ে যায়। এ সময় বাড়ি মহিলাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার বিষয়ে এনামুলের পিতা আক্কাচ আলী জানিয়েছেন, জমি জায়গা নিয়ে বিরোধের সাক্ষী দেওয়ার কারনে তারা আমাকে মারপিট করলে থানায় মামলা করেছি। এ কারণে তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে।