আলমডাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট সোমবার তিনটার দিকে উপজেলা চত্বরে বঙ্গমাতা ফজিলাতুন্ নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজাওয়ানা নাহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, পুলিশ পরিদর্শক অপারেশন একরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, রিসোর্স ইন্সপেক্টর জামাল উদ্দিন তথ্য অফিসার স্নিগ্ধা দাস প্রমুখ। সভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ৯ জনকে আর্থিক অনুদান ও ৯ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।