আলমডাঙ্গার পশুহাট সংলগ্ন হাটবোয়ালিয়া রোডে নজরুল ইসলামের জমি জবর দখলের পায়তারা
আলমডাঙ্গার পশুহাট সংলগ্ন হাটবোয়ালিয়া রোডে নজরুল ইসলামের জমি জবর দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নজুর বিরুদ্ধে। গত পরশুদিন ধরে নজু ভাড়াটিয়া মস্তান এনে হামলা চালিয়েছে জমির বেড়া ভাংচুর ও হুমকি দিচ্ছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, আলমডাঙ্গার পশুহাট লালব্রীজের অদূরে হাটবোয়ালিয়া রোডে নজরুল ইসলাম তার নিজ জমিতে ঘর নির্মাণ করছে। পিছনে রেলওয়ের কিছু সরকারী জমি নজরুল ইসলাম লীজ নিয়েছেন । ওই জমি নিয়ে প্রতিপক্ষ হারদী গাঙপাড়ার আজর আলীর ছেলে নজুর বিরোধ চল আসছে। নজু জমি দখল করার জন্য পায়তারা করছে।
গত ৫ আগস্ট রাতে পশুহাট এলাকার জীবনের নেতৃত্বে বেশকিছু যুবক ওই জমির উপর গিয়ে টিনের বেড়া ভাংচুর করে। তারা জমির বিষয়ে ১ লাখ টাকা দাবী করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিয়ে রাজী না হওয়ায় তারা নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এ ঘটনার পর নজরুল ইসলাম নিরাপত্তা হীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন।