আলমডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগর বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন
আলমডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় দলীয় অফিসে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, নুরুন নবী, ফরিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমুন আহম্মেদ ডন, সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক সাইরাজ মেহেদী লাভলু,
যুবলীগ নেতা সৈকত খান, মনিরুল, নুর আলম, বাপ্পি, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি আহমেদ , আব্দুল্লাহ আল সাকিব, সজীব, অটাল, শিহাব, রোমান, অন্তর, সাগর, মিরাজুল ইসলাম রঞ্জু, ফারুক, মশিউর রহমান, জজ, লোকমান হোসেন, সোহল, কাসেম, সেন্টু, আরিফ, খাইরুল ইসলাম, কিবরিয়া, গালিব, সবুজ, সেতু, শামিম, শাওন, আওলাদ, চাঁদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফর রহমান।