আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন
নানা আয়োজনের মধ্যে দিয়ে আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। ৫ আগষ্ট শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডনের নেতৃত্বে প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
পরে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ কামেলের জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, ইউ আর সিসি ইন্সপেক্টর জামাল উদ্দিন, নির্বাচন কর্মকর্তা এজিএম মোস্তফা ফেরদৌস, মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আঁখি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধ দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেফালী খাতুন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাশেদুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডি জি এম আবু হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুতের এজিএম অপারেশন শফিক কালাম, ইউসি শফিউর রহমান, প্রকৌশলী আলতাফ হোসেন, হাসানুজ্জামান, এমটিএস সোহরাব হোসেন, তারেক চৌধুরী। পরে দিন টি উপলক্ষে দেশ ও জাতীর কল্যাণ বিশেষ মোনাজাত ও যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।