কুয়েতে আত্মহনন করেছেন আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে এক যুবক আশিক
আলমডাঙ্গার বৈদ্যনাথ পুর গ্রামের প্রবাসি আশিকুর রহমান আশিক (২৬) নামের এক যুবক কুয়েতে গামছায় ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার বাড়িতে ৫০ হাজার টাকা পাঠানোর পর দুপুরের দিকে আত্মহত্যারর করেছে বলে জানতে পেয়েছে পরিবার। এ মর্মান্তিক ঘটনা দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা সোনার স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে ওই পরিবারের।
পারিবারিকসুত্রে জানা যায়, আলমডাঙ্গার বৈদ্যনাথপু্র গ্রামের সলেমান আলীর ছেলে আশিকুর রহমান আশিক ভাগ্যের অন্বেষনে ৬ বছর আগে কুয়েতে গমন করেন। সেখানে তিনি একটি হাসপাতালে ক্লিনারের চাকরী করতেন। গত ৬ মাস আগে আশিকুর বাড়িতে আসেন। বাড়ি এসে তিনি বিয়ে করেছেন। গত ৩ মাস আগে আবারও কুয়েতে চলে যান। পরিবারের খরচের জন্য পাঠানো ৫০ হাজার টাকা গতকাল সকাল ১০ টার দিকে তার স্বজনরা হাতে পেয়েছেন।
টাকা উঠানোর কয়েক ঘন্টা পর দুপুরের দিকে সংবাদ আসে আশিকুর গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছে। তার ন্বজনরা বিশ্বাসই করতে পারছে না যে ছেলে আকস্মিক আত্মহত্যা করতে পারেন। প্রকৃত ঘটনা কি ঘটেছে সেটা তাদের পক্ষে জানা সম্ভব হয়নি।মএই মর্মান্তিক ঘটনায় একটি পরিবারের সোনার স্বপ্ন ধুলিস্মৎ হয়ে গেছে। ছেলের মৃত্যর সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।