বাশবাড়িয়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচণায় স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের রাশেদুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ তুলে মামলা করা হয়েছে। ৫ মাসের অন্ত:সত্ত্বা ওই গৃহবধুর ভাই বাদী হয়ে ৪ আগস্ট আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহারসূত্রে জানা যায়, আলমডাঙ্গার সাহেবপুর গ্রামের সাইফুল ইসলামের কন্যা আফরোজা খাতুনের (২৬) সাথে কয়েক বছর আগে বাঁশবাড়িয়া গ্রামের রাসেদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামীর বাড়ির লোকজন আফরোজাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। বাধ্য হয়ে স্ত্রী আফরোজা খাতুন গত বুধবার বিষপান করেন। প্রথমে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির এক পর্যায়ে মারা যান।
আফরোজা খাতুনের ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাছাড়া, তিনি ছিলেন ৫ মাসের অন্ত:সত্ত্বা।
এ ঘটনায় আফরোজা খাতুনের ভাই সাবলুর রহমান বাদী হয়ে স্বামী রাসেদুল ইসলামসহ ৪ জনের নামে বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে মামলা দায়ের করেন।