১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক ফিরোজের ছোটভাই সার্জিক্যাল ইকুপমেন্ট ব্যবসায়ী তারেক শাহরিয়ারের আকস্মিক মৃত্যুঃ বিভিন্ন মহলের সমবেদনা প্রকাশ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৪, ২০২২
157
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


সাংবাদিক ফিরোজ ইফতেখারের ছোটভাই সার্জিক্যাল ইকুপমেন্ট ব্যবসায়ী তারেক শাহরিয়ার (৪২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি --- রাজিউন)।


জানা যায়, রুপসা ট্রেনযোগে নাটোর থেকে গতকাল ৩ আগস্ট তিনি আলমডাঙ্গা আসার পথে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে ট্রেনের ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যান। সাধারণ যাত্রীরা তাঁকে ওয়াশরুম থেকে বের করতে না পারা অবস্থায় ট্রেনটি আলমডাঙ্গা ষ্টেশনে পৌঁছে যায়।

আলমডাঙ্গা স্টেশনের রেলের কুলি হায়দার আলী ওয়াশরুম থেকে বের করে ট্রেনের গেটে বাতাসে বসিয়ে রাখেন। তখনও তার শ্বাস প্রশ্বাস চলছিল। কিন্তু কেউ না চিনতে পারায় তাঁকে ট্রেনেই রেখে দেন। পরে ট্রেন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে গেলে পথিমধ্যে তাঁর মৃত্যু ঘটে। চুয়াডাঙ্গা রেল স্টেশনে তাঁর লাশ নামিয়ে রাখা হয়।


সংবাদ পেয়ে পরিবারের স্বজনরা তাঁর লাশ নিয়ে রাত সাড়ে ১১ টায় বাড়ি ফেরেন।


আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের ইজাল আলী শাহ’র তৃতীয় পুত্র ছিলেন তারেক শাহরিয়ার। তিনি ছোট বেলা থেকেই পরিবারের সাথে আলমডাঙ্গা শহরে বসবাস করতেন।
তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছলে পরিবারে শোকের মাতম উঠে। স্বজনের বুকফাটা আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। শহরের পরিচিত মুখ তারেক শাহরিয়ারের আকস্মিক মৃত্যুতে শহর যেন শোককাতর হয়ে উঠে।


মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, ২ সন্তান, ভাই-বোনসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ৪ আগস্ট সকালে ৯ টায় আলমডাঙ্গা দারুস সালামে জানাযা শেষে লাশ দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাও্য়া হয়েছে।


এদিকে, আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট রহমত কামনা করা হয়েছে।


অনুরূপ সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram