আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সকাল ১১টার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী খালিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা সিরাজ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা দিদার উদ্দিন, খন্দকার আব্দুল বাতেন, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা রঞ্জু প্রমুখ।