আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে স্বাধীনতা স্তম্ভ মোড়ে ৩ ফার্মেসী মালিককে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে স্বাধীনতা স্তম্ভ মোড়ে ৩ ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। ২ আগস্ট বেলা ১২টার দিকে উপজেলা সহকারি কমিশনার ভ’মি রেওয়ানা নাহিদ চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মুহাসীনিন মাহবুবকে সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের পুরাতন বাস স্টান্ডে স্বাধীনতা স্তম্ভ মোড়ে বেশ কয়েকটি ফার্মেসী ও হোমিও হল ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় শাপলা মেডিকেল হলের মালিককে ৩ হাজার টাকা, আল আমীন ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা ও সজীব মেমোরিয়াল হোমিও হলের মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করেন। পরে সেগুলো ধংস করে ফেলেন। এসময় ভ’মি অফিসের পেশকার সজিবুর রহমান, সার্টিফিকেট সহকারি শাহাদ হোসেন, আলমডাঙ্গা থানার এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।