আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে নওদাবন্ডবিল গ্রামের শাহিন আলীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৬, ২০২২
73
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে নওদাবন্ডবিল গ্রামের শাহিন আলী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ২৬ জুলাই বিকালে আলমডাঙ্গা স্বাধীনতা স্তম্ভ মোড়ে উপজেলা সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেড রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমান আদালত পরিচারনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রাসেমর অহিদুল ইসলামের ছেলে শাহিন আলী (২৮) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন করে আসছিল। গতকাল মাদক সেবনকাল আলমডাঙ্গা থানা পুলিশের এসআই রাজিব ও এএসআই মোস্তফা কামলা সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করে।
আটকের পর উপজেলা সহকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেড রেজওয়ানা নাহিদকে সংবাদ প্রদান করা হয়। সংবাদ পেয়ে তিনি ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাহিন আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করেন।
সর্বশেষ খবর