অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি বিক্রির অপরাধে আলমডাঙ্গায় দুজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি বিক্রির অপরাধে আলমডাঙ্গার কাচারি বাজারের দুজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ জুলাই সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাচারি বাজারের আয়ুবুর রহমানকে ১০ হাজার ও মতিয়ার রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করে।
আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি)রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সে সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার, ক্ষেত্র সহকারি হাবিবুর রহমান, সোহেল রানা, আলমডাঙ্গা থানার এএসআই শিপন আলী, মৎস্য অফিসের লিফ মারুফুল বিশ^াস, বকুল হোসেনসহ আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
পরে আলমডাঙ্গা কুমার নদে ও কামালপুর মরা নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি দিয়ে মাছ শিকার করার সময় কয়েক শ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়।