৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের অর্থ দিল সারা বাংলা '৮৮

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২৩, ২০২২
51
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা বাংলা '৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ২৩ জুলাই শনিবার দিনব্যাপী আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শিক্ষার্থীদের ইউনিক আইডেন্টিটি প্রোফাইলে রক্তের গ্রুপ আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির দক্ষ প্যাথলজিস্ট টিম কর্তৃক ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর । সারা বাংলা '৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের যুগ্ম কো-অর্ডিনেটর খোঃ হাবিবুল করিম চনচলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সারা বাংলা '৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের অন্যতম যুগ্ম কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবীর, দিলারা শারমিন লুনা, সাংস্কৃতিক প্রতিনিধি এমদাদ হোসেন, আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, বিল্লাল হোসেন বিপ্লব, আয়ুব আলী, লিটন মন্ডল, হাবিবুর রহমান বাবুল, জহুরুল ইসলাম (আলমডাঙ্গা), চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক রিফাত রহমান, হামিদুল ইসলাম ও জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ৫ম শ্রেণীর ছাত্র দুবাই প্রবাসী রুহুল কুদ্দুস জাহাঙ্গীর, লেমন ও হাসান।

সভায় বক্তারা এই অনুষ্ঠানের আয়োজকসহ সারা বাংলা ৮৮“র জেলা কো-অর্ডিনেটর চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির সহ আলমডাঙ্গার কৃতি সন্তান রাজশাহী বিদ্যালয়ের শিক্ষক (বর্তমানে অষ্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষারত) মাজেদুল ইসলাম সুইটের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তশালীদের এ জাতীয় সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল আয়োজনে ও উক্ত বিদ্যালয়ের ৮৯ ব্যাচের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram