সরোজগঞ্জ কম্প্যাক্ট ফাউন্ডেশনের চারু ও কারুকলা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শরিফুল ইসলাম রোকন: চুয়াডাঙ্গাা সরোজগঞ্জ কম্প্যাক্ট ইনস্টিটিউট অব স্কিলস্ ডেভেলেপমেন্টের চারু ও কারুকলা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই কম্প্যাক্ট ফাউন্ডেশনের হলরুমে এডভান্সড সার্টিফিকেট কোর্স (ফাইন আর্টস)“র ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন চারু ও কারুকলা বিভাগের বিভাগীয় প্রধান আক্তারুজ্জামান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রধান করেন চারুকারু বিভাগের শিক্ষক জালাল উদ্দিন, চিপ কোঅডিনেটার সাইদুর রহমান লিপু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, শফিকুল ইসলাম জুয়েল।
কম্প্যাক্ট ফাউন্ডেশনের অ্যাডমিন সাইদা খাতুন রেক্সনার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আইটি অফিসার রোমিও জোয়ার্দ্দার, একাউন্টেন্ট ফয়েজ আহমেদ, প্রোগ্রাম অফিসার অঞ্জনা খাতুন, ইন্সটেক্টর জাহিদ হাসান, মহারাজ হোসেন, রাজন হোসেন, আবুল কালাম আজাদ প্রমুুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে কম্প্যাক্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাঞ্চন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে কম্প্যাক্ট ফাউন্ডেশনে চারু ও কারুকলা বিভাগে ভর্তি হয়েছেন। আপনারা পরীক্ষায় ভার ফলাফল করে উত্তীর্ণ হবে এটাই আশা করি। আপনারা ভাল ফলাফল করলে কম্প্যাক্ট ফাউন্ডেশনের সুনাম হবে।