আলমডাঙ্গায় যুবদলের আহব্বায়ক ইঞ্জিনিয়ার মরহুম খাইরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় স্বরণসভা ও দোয়া মাহফিল
আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহব্বায়ক ইঞ্জিনিয়ার মরহুম খাইরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার বাদ আছর কালিদাসপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে রফিকুলের চাতালে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বরণসভায় উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক রোকনুজ্জামান সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, বিএনপি নেতা বাবলু মিয়া, লালন, রমজান, জিল্লু, ঠান্ডু, রেজাউল হক, সেলিম, মারফত আলী।
যুবদল নেতা মিলনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিনারুল ইসলাম, সাখাওয়াত হোসেন, অনু, আলম হোসেন, রিন্টু, মজনু, জসিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মাসুদ রানা, জীবন, ছাত্রদল নেতা সোহেল রানা, রুমন, নোমান, চপল, শাওন, রাজ, স্বাধীন, হামজা, হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টায় পারদূর্গাপুর গ্রামের নিজ বাড়িতে আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহব্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।