আলমডাঙ্গায় শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষকের পুরষ্কার পেলেন ড. মহবুব আলম
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২০, ২০২২
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা উপজেলায় কলেজ অর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষকের পুরষ্কার পেলেন ড. মহবুব আলম। তিনি আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান।
২০ জুলাই আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সন্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।
ড. মহবুব আলম আলমডাঙ্গা পৌর শহরের আনন্দধাম এলাকার প্রয়াত প্রকৌশলী হায়দার আলীর একমাত্র ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ১ম শ্রেণিতে স্নাতক, ১৯৯৬ সালে স্নাতকোত্তর ও ২০১০ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর সহধর্মিণী আয়েশা সিদ্দিকা পারভিন আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কন্যা সন্তান মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ৩য় বর্ষের শিক্ষার্থি।