প্রতিবন্ধী মান্নার চিকিৎসায় হাত বাড়ালেন আলমডাঙ্গার বন্ধু সংগঠন ফেস’৯১
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৯, ২০২২
98
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
প্রতিবন্ধীর চিকিৎসায় হাত বাড়ালেন আলমডাঙ্গার বন্ধু সংগঠন ফেস ’৯১। ১৮ জুলাই এ বন্ধু সংগঠনটি এরশাদপুর গ্রামের বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মান্নান (মান্না ভাই)কে চিকিৎসার জন্য অর্থ প্রদান করেন।
অর্থ প্রদানের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ফেস ’৯১-র সভাপতি মাহফুজুল হক, সহসভাপতি শরিফুল ইসলাম, সহকারি সম্পাদক শরিফুল আলম লিটন, ধর্মীয় সম্পাদক সাবলুর রহমান, সহকারি ক্রিড়া সম্পাদক মনিরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের মধ্যে লিটন মোল্লা, মেহেদিজ্জমান মিঠু, সহ অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আব্দুল মান্নান (মান্না ভাই) বুদ্ধি প্রতিবন্ধী হলেও সকলের নিকট তিনি অত্যন্ত প্রিয়। বর্তমানে তিনি দৃষ্টি প্রতিবন্ধীও।