৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এসএসসি-৯২ ব্যাচের বন্ধু সংগঠন “শিখা ভাস্বর”র নানা আয়োজনে বন্ধুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১২, ২০২২
128
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় এসএসসি-৯২ ব্যাচের বন্ধু সংগঠন “শিখা ভাস্বর”র নানা আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে সকাল সাড়ে ১০টায় বনার্ঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজের হলরুমে আলোচনাসভাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এসএসসি ৯২“র বন্ধু সংগঠন শিখা ভাস্বরের সভাপতি আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক শফিউল হক মিল্টন সভাপতিত্বে ও মাহবুবুর রহমান লিটনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক আবু তালেব, রাবির চারুকারু বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল সালাম, জাতিসংঘ ইউএনডিপির কর্মকর্তা শান্তনু সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাস্টিসুল হায়দার ববুল, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাসিমুজ্জামান, যশোর সরকারি সিটি কলেজের দর্শণ বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান সাগর, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মনিরুজ্জামান, শিখা ভাস্বর সংগঠনের সাধারন সম্পাদক এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমান, আহসান কবীর বকুল, শিহাব শাহারিয়ার, রেজানুর রহমান মিলন, বিশারত আলী, মাহবুবুল আলম বল্টু, হিরোক চৌধুরী, মিলন দাস লাল্টু, মোস্তাকসহ আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমি, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়, রামদিয়া-কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়, আইলহাস-লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ একাডেমি, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, ওসমানপুর-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর সামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।

দুপুরে বন্ধুদের প্রীতিভোজ শেষে নিজ নিজ কন্ঠে গান, কবিতা, বিভিন্ন খেলা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram