কিছুদিনের পরিচয়ে বিয়ের দাবীতে আলমডাঙ্গার পারকুলায় প্রেমিকের বাড়িতে প্রেমিকা
কিছুদিনের পরিচয়ে বিয়ের দাবীতে মিরপুর উপজেলার পাগলা থেকে প্রেমিকা এসে আলমডাঙ্গার পারকুলা গ্রামে নিয়ে কলেজপড়ুয়া প্রেমিকের বাড়ি উঠে । গত ৬ জুলাই সকালে পাগলা থেকে এসে পারকুলার প্রেমিকের বাড়িতে উঠে। সংবাদ পেয়েও মেয়েকে তার বাবা নিতে না আসলে প্রেমিকের বাবা এসে আলমডাঙ্গা থানায় অভিযোগ করেন। ৭ জুলাই মেয়ের বাবা এসে তার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
জানাগেছে, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাগলা গ্রামের মিঠু আলী তার মেয়ে (১৩)কে প্রায় ১ বছর আগে বাল্য বিয়ে দেন। বিয়ের কয়েকদিন পর ওই মেয়ে আর তার স্বামীর বাড়িতে যায়নি। তারপর থেকে সে তার বাবার বাড়িতেই বসবাস করতো। এরপর কয়েক মাস আগে পারকুলা গ্রামের আব্দুস সাত্তারের কলেজপড়ুয়া ছেলে সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
পারকুলা থেকে বাজিতপুর, চকহারদী হয়ে হারদী কলেজে যাওয়া আসার একপর্যায়ে তাদের পরিচয় হয়। এরই মাঝে গত ৬ জুলাই সকালে পাগলা থেকে ওই মেয়ে পারকুলার কলেজপড়–য়া প্রেমিকের বাড়িতে চলে আসে। পরে আব্দুস সাত্তার বিভিন্ন মাধ্যমে মেয়ের বাবা মিঠুকে তার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য সংবাদ প্রদান করে।
মিঠু তার মেয়েকে নিতে না আসলে কলেজপড়ুয়া ছেলে বাবা আলমডাঙ্গা থানায় বিষয়টি জানায়। পরে থানা পুলিশ ওই মেয়েকে উদ্ধার করে হেফাজতে নিয়ে আসে। ৭ জুলাই বৃহস্পতিবার সকালে মেয়ের বাবা আত্মীয়স্বজন নিয়ে এসে থানা থেকে তার মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।