আলমডাঙ্গায় বালুমাটি ভর্তি ১০ চাকার ট্রাকের ভারে জিকে ক্যানেলের ব্রীজ ভেঙ্গে পড়েছে
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৬, ২০২২
98
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার হাউসপুরের হঠাৎপাড়ায় জিকে ক্যানেলের ব্রীজ ভেঙ্গে পড়েছে। জিকে প্রকল্পের এসজি-১১ ইরিগেশন ক্যানেলের ব্রীজের ওপর ১০ চাকার বালুবাহী ডাম্পার ট্রাক ৬ জুলাই বিকেলে যাতায়াতের সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ব্রীজের পাশের সড়ক ঘেষে পানি উন্নয়ন বোর্ডের একটি পুকুর রয়েছে। এডিপির অর্থায়নে পুকুরে গাইডওয়াল দেয়া হয়েছে। সেই গাইডওয়ালের পাশে মাটি ভরাটের কাজ চলছে। ৬ জুলাই বুধবার বিকেলে ১০ চাকার একটি বালুবাহী ডাম্পার ট্রাক ব্রীজটি পার হতে গেলে তা ভেঙ্গে ক্যানেলের নিচে পড়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী আলমগীর হোসেন জানান, পুরাতন ও ছোট ওই ব্রীজের ওপর ১০ চাকার বালুমাটি ভর্ভি ট্রাক উঠানো উচিৎ হয়নি।