২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা নদীর ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক আটকে ৬ ঘন্টা চলাচল বন্ধ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৪, ২০২২
172
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা নদীর ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক আটকে ৬ ঘন্টা পর হাটবোয়ালিয়া আলমডাঙ্গা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ৩ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাকের চাকা আটকিয়ে যায়।


জানাগেছে, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পূর্ণ অবস্থায় আছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ৩ জুলাই বেলা ১২টার দিকে বালু ভর্তি একটি ট্রাকের চাকা ব্রীজের ষ্টীলের পাত ভেঙ্গে আটকিয়ে যায়। এতে যানচলাচল বন্ধ হয়ে যায় দুপুর ১২ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। একারণে ভোগান্তিতে পড়ে হাটবোয়ালিয়া গাংনী বামুন্দী আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা এলাকার সব পরিবহন।

রবিবার দুপুরে হাটবোয়ালিয়া আলমডাঙ্গা সড়কের মাথাভাঙ্গা নদীর বেইলী ব্রীজের উপর এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থেকে আসা বালু ভর্তি ট্রাক বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে আসা ষ্টীলের পাত ভেঙ্গে ট্রাকের পিছনের চাকা ভিতরে ঢুকে যায়। এতে দীর্ঘ ৭ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অত্র এলাকার যাত্রীবাহী বাস, ট্রাক, অটো, পূর্ণবাহীসহ সাধারণ মানুষ। হাটবোয়ালিয়ার এ সড়ক দিয়ে প্রত্যেকদিন পরিবহন ট্রাক অটোসহ এই বেইলী ব্রীজের উপর দিয়ে অন্যন্ত ১০০০ হাজার গাড়ী পারাপার হয়।

এই বেইলী ব্রীজে ট্রাক আটকিয়ে যাওয়ার কারণে যানচলাচলতো দুরের কথা পায়ে হেটে চলাচল দুঃসাধ্য হয়ে যায় এতে চরম ভুগান্তিতে পড়তে হয় হাটবোয়ালিয়া সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের। তবে এলাকাবাসীর দাবি নতুন ব্রীজ না হওয়া পর্যন্ত যেখানে ভাঙ্গাচুরা আছে সেগুলো তাড়াতাড়ি মেরামত করার দাবি জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram