আলমডাঙ্গায় রথযাত্রা উদযাপিত
আলমডাঙ্গায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। ১ জুলাই বিকেল চারটার দিকে রথ যাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা রথী হিসেবে সানন্দে অংশ গ্রহণ করেন। তাছাড়া, রথযাত্রা উপলক্ষে পুরাতন বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে মেলা জমে উঠে। মুখরিত হয়ে ওঠে রথের মেলা স্থল।
অন্যান্যের মধ্যে রথযাত্রায় অংশ নেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকা চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ,সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, পলাশ আচার্য, বিদ্যুৎ কুমার সাহা, পবন ভৌতিকা, উৎপল দত্ত, বরুণ পান্ডে, রাজকুমার অধিকারী, প্রশান্ত কুমার শিহি, সুব্রত সাহা, গণেশ অধিকারী প্রমুখ।