আলমডাঙ্গায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার সকালে আলমডাঙ্গা মুকিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহ্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আল মামুম রেজা, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন।
অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শরিয়ত উল্লাহ।
কর্মশালায় কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ, সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা রিসোর্স ইন্সটেক্টর জামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসাঈন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজান, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর আলাল আহমেদ, জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুল হক, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফফার, ডালিম হোসেন, বাপ্পি, আশরাফুল হোসেন বাবু, সাইফুল ইসলাম মন্সি, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, আঞ্চলিক মোটর মালিক সমিতির সেক্রেটারী সেকেন্দার আলী, আলমডাঙ্গার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, কাজী ওমর ফারুকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সাথে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এবং মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।