পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে শহরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
আলমডাঙ্গা ব্যুরো: “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশরে পদ্ম সেতু” এস্লোগানকে সামনে রেখে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে শহরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালিটি আলমডাঙ্গা থানা চত্তর থেকে বের হয়ে শহরের স্বাধীনতা স্তম্ভ ও চার তলার মোড় থেকে থানার সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আজকের এই দিনটি ১৮ কোটি বাঙালির জীবনে স্মরণকালের আনন্দের দিন। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বে আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্ব আরও উচ্চ মাত্রায় বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে। পুরো জাতির আনন্দের সাথে আলমডাঙ্গা থানার পুলিশ সদস্যরাও আজ এ আয়োজনের মাধ্যমে অংশীদার হয়েছে। এ অর্জনের কারণে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় তাঁর নাম প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক অপারেশন একরাম হোসাইন, এসআই সনজিৎ কুমার, এসআই আব্দুল গাফফার, এসআই আমিনুর রহমান, এসআই শাহ আব্দুল আজিজ, এসআই আলমগীর হোসেন, এসআই অচিন্ত্য কুমার, এসআই খচরু আলম, এসআই তৌকির আহমেদ, এসআই সোহাগ, এসআই শরীয়তুল্লাহ, এসআই স্বপন কুমার সরকার, এসআই জামাল হোসেন, এসআই সমীর চন্দ্র, এসআই মনিরুল ইসলাম, এসআই লিটন কুমার, এসআই দেবাশিষ মহলদার, এসআই ইউসুফ, এসআই আরমান, এএসআই হামিদুল ইসলাম, এএসআই মোস্তফা কামাল, এএসআই জামির হোসেন, এএসআই পলাশ কুমার বিশ^াস, এএসআই শিপন মিয়া, সাব্বির, এএসআই তুহিন, এএসআই শহিদুল ইসলাম, এএসআই শামিনুর রহমান, এএসআই শিউলিসহ থানার সকল ফোর্স।