আলমডাঙ্গার কুমার নদে অবৈধভাবে মাটির তৈরি ও বাঁশের বেড়া দিয়ে নির্মিত ৬ টি বাঁধ অপসারণ
আলমডাঙ্গার কুমার নদে কুমারী ইউনিয়নের হাড়গাড়ী ব্রীজ থেকে হারদী ইউনিয়নের জোড়া ব্রীজ পর্যন্ত অবৈধভাবে মাটির তৈরি ও বাঁশের বেড়া দিয়ে নির্মিত ৬ টি বাঁধ অপসারণ করা হয়েছে। অবৈধ বাধ অপসারণের ফলে কুমার নদীর পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি রেজওয়ান নাহিদের নেতৃত্ব কুমার নদে অবৈধ ভাবে দেওয়া ৬টি বাঁধ অপসারণ করা হয়। ২২ জুন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আলমডাঙ্গা কুমারি গ্রাম থেকে হাড়গারি ব্রিজ পর্যন্ত কুমার নদ থেকে এ বাঁধ অপসারণ করা হয়।
আলমডাঙ্গার কুমার নদে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সরকার কয়েক কোটি টাকা দিয়ে পুন:খনন করে। স্থানীয় অসাধু ব্যক্তিরা কুমার নদের বিভিন্ন স্থানে বাঁশের বেড়া ও মাটির তৈরি বাধ দেয় মাছ চাষ শুরু করে। প্রায় ১ মাস আগে উপজেলা সহাকরি কমিশনার ভ’মি রেজওয়ানা নাহিদের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি কুমার নদে বাঁধ দিয়ে মাছ চাষ করা অসাধু ব্যক্তিদের বাঁধ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। নদের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পানি উন্নয়ন বোডের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা কুমারি গ্রাম থেকে হাড়গাড়ি ব্রিজ পর্যন্ত এলাকায় অবৈধ ভাবে দেওয়া ৬টি বাঁধ অপসারণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশলী খান মোহাম্মদ রাওহা বলেন, জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আলমডাঙ্গার কুমার নদের কুমারি থেকে হাড়গাড়ি ব্রিজ পর্যন্ত বাঁশে বেড়া ও মাটি দিয়ে দেওয়া বাঁধ অপসারন করা হয় ।
উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ বলেন, নদী কোনে ব্যক্তি মালিকের হয় না। নদীর মালিক জনসাধারণ। চুয়াডাঙ্গা জেলার নদী রক্ষা কমিটির ও উপজেলা নদী রক্ষা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কুমার নদের কুমারী ইউনিয়নের হাড়গাড়ী ব্রীজ থেকে হারদী ইউনিয়নের জোড়া ব্রীজ পর্যন্ত অবৈধভাবে মাটির তৈরি ও বাঁশের বেড়া দিয়ে নির্মিত ৬ টি বাঁধ টানা ৯ ঘন্টার অভিযানের মাধ্যমে চালিয়ে অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে মাছ চাষ করায় নদীর স্বাভাবিক গতি প্রবাহ অনেকাংশে বিঘিœত হয়েছে। এখন নদী তার পুরনো সৌন্দর্য ফিরে পেয়েছে। এলাকাবাসীর মাঝে অত্যন্ত আনন্দ ও খুশির বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে।
কুমার নদের বাঁধ অপসারণের সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সহকারী কমিশনার ভূমি রেজওয়ান নাহিদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলি খান মোহাম্মদ রাওহা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী আলমগীর হোসেন, রায়হান হোসেন, বকুল হোসেন, আলমডাঙ্গা থানার এসআই আরমান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারি আশিকুল ইসলাম, নাজের আলী।