চিলাভালকী গ্রামে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীর পরিবারকে নানা হুমকি ধামকি দেওয়ার অভিযোগে থানায় জিডি
আলমডাঙ্গার চিলাভালকী গ্রামে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীর পরিবারকে নানা হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামি পক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, চিলাভালকী গ্রামের আনসার আলীর ছেলে বকুল আলীগত ১২ মে গভীর রাতে একই গ্রামের খাইরুল ইসলামের ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের অপচেষ্টা করেন। ওই ঘটনায় আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর বাদীর পরিবারের সদস্যদের নানা হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এমনকি বাদীর স্বামীকে টার দোকান খুলতে দিচ্ছেন না।
এ ঘটনায় খাইরুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার আলমডাঙ্গা থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেছেন যে, চিলাভালকী গ্রামের বকুল, মিন্টু, কুদ্দুস আলী, আনসার আলী, রফিকুল ইসলাম বাদীর পরিবারকে মামলা তুলে নিতে নানা হুমকি ধামকি দিচ্ছেন। বাদী ও তার পরিবারের সদস্যদের আসামিরা যে কোন ধরণের ক্ষতি করতে পারেন বলে জিডিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।