চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মিনাল হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিনাল হোসেন দামুড়হুদা উপজেলার সদাবরি গ্রামের মৃত আত্তাব উদ্দিনের ছেলে ও মিমপেক্স এগ্রোক্যামিকেলস লিমিটেড কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মঙ্গলবার সকালে কোম্পানির কাজে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন মিনাল। এসময় আরামডাঙ্গা বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, মাটি বোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে, চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।