আলমডাঙ্গায় আওয়ামীলীগের ৭৩ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন সোমবার বিকাল চারটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, চুয়াডাঙ্গা সদর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাবেক উপজেলা আওযামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী আরহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌরসভাসহ ১৫ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, কামরুজ্জামান শামীম, আব্দুর রাজ্জাক, হাসানুজ্জামান হান্নান, মকবুল হোসেন, আবু তাহের আবু, নুরুল ইসলাম, সাজিবার রহমান, বিল্লাল গনি, রাহাবুদ্দিন, আওয়ামীলীগ নেতা পৌর প্যানেল মেয়র মুজিবুল হক, রেজাউল হক তবা, মোজাম্মেল হক, হেলাল উদ্দিন মাষ্টার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা ইসলাম প্রমুখ।