আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে ঘোষবিলা গ্রামের খোকনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২০, ২০২২
61
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ঘোষবিলা গ্রামের খোকনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন। ২০ জুন সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের বাবলুর ছেলে খোকন আলী(৩৭) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। ২০ জুন সোমবার মাদক সেবন কালে খোকনকে মাদক সেবনের সরাঞ্জমসহ আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয। পরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতে খোকনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার ১ হাজার টাকা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।