১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৩, ২০২২
57
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২২সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার বেলা ১১টার সময় হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস। তিনি বক্তব্যে বলেন পিতা,মাতা, শিক্ষক ও শিক্ষিকার স্বপ্ন পূরণ করতে হলে প্রতিষ্ঠানের সুনাম ও সম্মানকে অক্ষুন্ন রাখতে হবে, এমন কি নিজের জীবন কে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে বোর্ড পরীক্ষায় ভাল ফলাফলের বিকল্প নেই। তোমরা চাইলে সাফল্যের পথ বেয়ে অনেক দুরে এগিয়ে যেতে পারবে। বিদায় প্রত্যেকটা মানুষের জন্য বেদনাদায়ক তোমাদের আজকের এ বিদায় দুঃখের হলেও পরম আনন্দের কেননা আজকের বিদায়ের মাধ্যমে তোমরা একটা বৃহত্তর জগতে পদার্পণ করতে যাচ্ছ। তোমরা অত্র বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শেষ করলেও আমাদের সহযোগিতা ও দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা এরশাদ পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, কো-অপ্ট সদস্য আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক সোহেল হুদা। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকীর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক আলমগীর হোসেন,আব্দুর রহমান,কোরবান আলী, শিক্ষিকা অজিফা খাতুন,গুলশান আরা সহ অত্র বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী ও ছাত্রীবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram