আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে গোবিন্দপুর মাঠপাড়ার শাহিন আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ৮ জুন বুধবার দুপুরে মাদক সেবনকালে তাকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন।
জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়ায় হাসর আলীর ছেলে শাহিন আলী (২৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিল। তার অত্যাচারে পরিবারসহ এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে।
এরই এক পর্যায়ে বুধবার দুপুরে মাদক সেবনকালে থানার এএসআই মোস্তফা, এএসআই হামিদ শাহিন আলীকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। আটকের পর সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদকে বিষয়টি অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে শাহিন আলীর ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।