আলমডাঙ্গায় ২টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গা শহরে দুটি ফার্মেসীতে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন। ৫ জুন রবিবার দুপুরে হাইরোডের মোল্লা ফার্মেসীতে ও হাজী মোড়ের স্টার মেডিকেল এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের বিভিন্ন ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রয় করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাইরোডের মোল্লা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রয়ের অপরাধে ভোক্তাধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ফার্মেসীর মালিক সজিবকে ৫ হাজার টাকা এবং এরপর হাজী মোড়ে স্টার মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ফার্মেসীর মালিক আশাকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার পুলিশের একটি টিম।