আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী ইয়ারুলের ৬ মাসের কারাদন্ড
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টা ৪৫ মিনিটের দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গা ানা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশের ইনচার্জ এসআই রকিবুল ইসলাম ও টুআইসি এসএসআই সাহাবুদ্দিন লঙ্কর সহ সঙ্গীয় ফোর্স মুন্সিগঞ্জের জেহালা গ্রামের অঘোরনা পাড়ার মৃত আজগর আলীর ছেলে ইয়ারুল (৪০) কে ৫ পিচ ট্যাপেন্টা ও নেশা করার সরমঞ্জাদি সহ আটক করে। সে দির্ঘ্য দিনের মাদক ব্যবসায়ী। পরে তাকে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে মাদক ্রব্য নিয়োন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) ধারায় ৬ মাসের কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নগ আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভ‚মি) রেজওয়ানা নাহিদ।
এলাকা সূত্রে জানাই, মুন্সিগঞ্জ এলাকার মুন্সিগঞ্জ পশুহাট স্কুল পাড়া, জেহালা বাজার, গড়গড়ি, ক্ষিন গোবি›পুর, অঘোরনাথ, পুটিমারী, গড়চাপড়া এলাকায় মাদক বিক্রি ও মাদক সেবন বেড়ে যাওয়ায় হরহামেসা চুরি ঘটনা ঘটছে। মুন্সিগঞ্জ ফাড়িঁ পুলিশের এ মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়ে মাদক বিরোধী অভিযান অব্যহত রাখার দাবী জানিয়েছে এলাকাবাসী।