আলমডাঙ্গার রাধিকাগঞ্জের দিপুকে মেয়ে নিয়ে ফুর্তি করার সময় এলাকাবাসি হাতে আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৩১, ২০২২
58
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা রাধিকাগঞ্জের দিপুকে মেয়ে নিয়ে নিজবাড়িতে ফুর্তি করার সময় এলাকাবাসি হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে। ২৯ মে রবিবার গভীর রাতে দিপুকে তার নিজ ঘরে হারদী গ্রামের একটি মেয়েসহ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জের আশরাফুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম দিপু(২৫) বেশ কয়েকদিন আগে একটি মোটরসাইকে মামলায় আটকের পর জামিন নিয়ে বাড়ি এসেছে। বাড়ি এসেই সে হারদী গ্রামের সুবর্ণা নামের একটি মেয়েকে নিয়ে আসে।
রবিবার রাতে তার ঘরে এই মেয়েকে নিয়ে সন্দেহ হয়। পরে তাদেরকে এলাকাবাসি আটক করে। আটকের পর তারা নিজেরা স্বামী স্ত্রী দাবী করলেও কোন প্রমাণ দিতে পারেনি। পরে তাদেরকে রাতেই আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়।