আলমডাঙ্গার মধুপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে রবিনকে পিটিয়ে জখম
আলমডাঙ্গা মধুপুর গ্রামে পূর্ব শত্রæতার জেরধরে রবিন নামের এক ব্যক্তিতে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তিন সহোদরের বিরুদ্ধে। ২৯ মে রবিবার রাতে মধুপুর বাজার থেকে রবিনকে ডেকে নিয়ে মারধর করে। এসময় রবিন জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে তিন সহোদর পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করে।
জানা গেছে, উপজেলার জামজামী ইউনিয়নের মধুপুর গ্রামের ফজলুর ছেলে রবিন (৩৮)“র সাথে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে নিজাম, মোজাম ও মিনাজের সাথে শত্রæতা চলে আসছিল। রবিন জানায়, তাদের সাথে জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়ে শত্রæতা চলে আসছিল। ২৯ মে সন্ধ্যার পর মধুপুর বাজারে বসে ছিলাম। এসময় তারা তিনভাই আমাকে ডেকে নিয়ে নিয়ে মারধর করে।
পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। নাম প্রকাশে মধুপুর গ্রামের বেশকিছু ব্যক্তি জানায়, মধুপুর বাজার থেকে রবিনকে ডেকে নিয়ে গিয়ে তারা মারধর করেছে। বেশ কিছুদিন আগে নিজামের ছেলের স্ত্রীর সাথে রবিনের সম্পের্কের কথা এলাকায় ছড়িয়ে পড়ে। এবিষয় নিয়েই তাকে মারধর করতে পারে। এ সংবাদ লেখাবদি থানায় মামলার প্রস্তুতি চলছিল।