আলমডাঙ্গায় উপজেলার সিআইজি মৎস্য সমবায় সমিতির সদস্যদের মধ্যে মাছের খাবার ও মাছের পোনা বিতরণ
আলমডাঙ্গায় উপজেলার সিআইজি মৎস্য সমবায় সমিতির সদস্যদের মধ্যে মাছের খাবার ও মাছের পোনা বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গা মৎস্য অফিসের উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-\ প্রজেক্ট(এনএটিপি-২) (১শ সংশোধিত)“র আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয় । ২৯ মে রবিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার দীপক কুমার পাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আখি। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেকের উপস্থাপনায় বক্তব্য রাখেন সম্প্রসারন কর্মকর্তা শাহীনা আক্তার, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান, চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৎস্য চাষী তরিকুল ইসলাম, তিওরবিলা গ্রামের বিউটি খাতুন, পাচলিয়া গ্রামের ভানু মতি, বড়গাংনীর ময়না খাতুন, শ্রীরামপুরের মুসলিমা খাতুনসহ সিআইজি ভুক্ত ৩৪জন মৎস্য চাষী প্রমুখ।
সভা শেষে সিআইজি ভুক্ত ৩৪ জন মৎস্য চাষীদের মধ্যে মৎস্য খাবার ও ও মৎস্য চাষ করার জন্য মাছের পোনা সরবরাহ করা হয়।