১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দুইদিন ব্যাপি শিশুমেলা উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৩১, ২০২২
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় দুইদিন ব্যাপি শিশুমেলা উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে ও আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রমের শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ মেলা উদ্বোধন করা হয়। ৩০ মে সোমবার সকাল দশটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজোওয়ানা নাহিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সহকারী তথ্য অফিসার রুস্তুম আলী, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জিত কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, চিৎলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল বাতেন। আলোচনা সভা শেষে অথিতিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন সন্তোষ প্রকাশ করেন। বেলা সাড়ে ১২ টায় চিত্রাংকন প্রতিযোগীতা, সাড়ে ৩টায় সংগীত প্রতিযোগীতা ও সাড়ে ৫ টায় সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram