আলমডাঙ্গায় ডায়াবেটিক সমিতি কর্তৃক ফ্রী ফ মেডিকেল ক্যাম্প
আলমডাঙ্গার আসাননগর গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আসাননগর ফাউন্ডেশনের উদ্যোগে ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহযোগিতায় আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়। সেই সাথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, মেডিসিন চিকিৎসক ডাক্তার মো আব্দুল্লাহ আল মামুন, নাক কান গলা চিকিৎসক ডা:নাসিমুজ্জামান মিলন, গাইনী চিকিৎসাক ডা জেসমিন আক্তার, ডা চৌধুরী আসিফ আব্দুল্লাহ।
আসাননগর ফাউন্ডেশনের সভাপতি রিপন আহমেদের সভাপতিত্বে অতিথি হিসবে উপস্থিত ছিলন স্হামীয় সমাজ সেবক শরিফুল ইসলাম পিন্টু, আল আরাফা প্রা হাসপাতালের নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ টিপু, পরিচালক মো সিরাজুল ইসলাম, আল মদিনা ক্লিনিকের পরিচালক মো হারুন অর রশিদসহ অনেকে।
ক্যাম্পে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির টেকনোলজিষ্ট সবুজ আহমেদ, শাপলা খাতুন, নাফিসা, ইয়ামিনসহ স্হানীয় যুবকেরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।