সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সকলের অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মো শাহীন ইসলাম। পিতা : মোঃ কাশেম আলী। মাতা : মোছাঃ মাজেদা খাতুন। ভোটার নং : ৮৬৯০৬২৩১৬৩, গ্রাম- এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
তিনি দীর্ঘ প্রায় ৭ বছর আমার মালিকানাধীন প্রতিষ্ঠান রাজু এন্টারপ্রাইজে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। আর্থিক অনিয়মজনিত কারণে গত ২০/০৫/২০২২ তারিখ থেকে তার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে তার সাথে রাজু এন্টারপ্রাইজ সংক্রান্ত কোন প্রকার আর্থিক লেন্দেন না করতে বলা গেল।
এবিজ্ঞপ্তি প্রকাশের পর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সাথে আর্থিক লেনদেন করলে তা নিজ দায়িত্বে করবেন। সে ক্ষেত্রে রাজু এন্টারপ্রাইজ কোন দায় দায়িত্ব বহন করবে না।
বিষয়টি বহুল প্রচারের জন্য বহুল প্রচারিত সংবাদপত্রে বিজ্ঞপ্তি হিসেবে প্রচার করা হল।
হাজ্বী মকবুল হোসেন।
প্রোঃ রাজু এন্টারপ্রাইজ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।