এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় আলমডাঙ্গার শ্রী শ্রী সত্য নারায়ন মন্দিরে প্রার্থনা
আলমডাঙ্গার শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির প্রাঙ্গনে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তা নিকট সকলে প্রার্থনা করেছেন। ২৬ মে বৃহস্পতিবার সন্ধ্যায় চারতলার মোড়ে শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির প্রাঙ্গনে আরতীর পর এ এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় এ প্রার্থনা করেন।
প্রার্থনা অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমীর কুমার দে। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি সুশিল কুমার ভৌতিকা, সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক বিদ্যুৎ সাহা, সহ-কোষাধ্যক্ষ রাজ কুমার অধিকারী।
পৌর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পলাশ আচার্জ্যর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সুশান্ত সাহা, পৌর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ^াস, পৌর পূজা উদযাপন কমিটির সম্পাদক জয় কুমার, উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি নিমাই রায়, যুগ্ম সম্পাদক শুধাংস্য ব্যনার্জী, বিশিষ্ঠ সমাজ সেবক প্রশান্ত সিহি, শ্রী শ্রী সত্য নারায়ন মন্দিরের প্রোহিত বরুন পান্ডে, রথতলা মন্দির কমিটির সভাপতি অশোক সাহা, বিপ্লব দাস, সুশি কর্মকার, মদন কুমার, সুনিল, অজয় শর্মা, মিহির, সম্ভু দত্ত, মিলন কুমার দাস, দিপ্তী কুমার দে, সমির কুমার সাহা রনো, গোপেন আচার্জ্য, উজ্জল কুমার দাস, কাশিয়া প্রশাদ আগরওয়ালা, রাজন কর্মকার, রিপন কুমার দে, প্রত্যয় কর্মকার, প্রমুখ।