আলমডাঙ্গায় মেডিকেল রিপ্রজেন্টিটিভদের সংগঠন (ফারিয়ার ) কমিটি গঠন
আলমডাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রজেন্টিটিভদের সংগঠন (ফারিয়ার ) কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটিতে টেকনো ড্রাগ লিমিটেডের হাফিজুর রহমান মিলনকে সভাপতি ও ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শেখ আব্দুল জব্বারকে সেক্রেটারি করা হয়েছে।
২৩ মে কুমারী ভেটেরিনারী কলেজের হলরুমে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলমডাঙ্গা ফারিয়ার সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জিল্লুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপদ্রেষ্ঠা একমি ফার্মার. সুজিৎ কমার, এ্যালকো ফার্মার নজরুল ইসলাম, বেক্সিমকো ফার্মার. নাজমুল, এ্যাভারেস্ট ফার্মা. হাাফিজুর রহমান চমক, ফার্মাসিয়া ফার্মা. কামরুল ইসলাম, এশিয়াটেক ফার্মার. আসাদসহ উপজেলায় কর্মরত সকল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটিভ ।
আলোচনা সভা শেষে আলমডাঙ্গায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রজেন্টিটিভদের সংগঠন (ফারিয়ার ) কমিটি গঠন করা হয়।