আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)“র সমাপনী ও পুরস্কার বিতরণ
আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)২০২২“র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার বিকাল ৪টায় পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এটিম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)“র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ভাংবাড়িয়া ইউনিয়ন ২-১ গোলে খাদিমপুর ইউনিয়ন পরাজিত করে জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূর মোহাম্মদ জকু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কন্দকার মজিবুল ইসলাম, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, উপসহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াহেদ প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আবুল হাসান, তরিবুর রহমান, মহসিন কামাল, শরিফুজ্জামান লাকি, আব্দুস সালাম, মুনসুর আলী, সোহাগ, রনি, আফজাল ।