ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদে জনশুমারি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২২, ২০২২
69
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
হাটবোয়ালিয়া প্রতিনিধি: দেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা (আদমশুমারি) আগামী ১৫ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ডিজিটাল পদ্ধতি ও ট্যাবের মাধ্যমে পরিকল্পনা বিষযক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মেয় রবিবার সকাল ১০টার সময় উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদে জনশুমারি ও গৃহগণনা (আদমশুমারি) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জোন-০৬“র জোনাল অফিসার খাদিমুল বাশার। এসময় তিনি গণশুমারি ও গৃহগণনা বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব তোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, শাহিবুল ইসলাম, বিল্লাল হোসেন, খন্দকার আসমোতুল্লাহ সুজন, আবু তারিক, নাজমুল হোসেন, মতিয়ার রহমান, নজরুল ইসলাম, গুলসান আরা, মরিয়ম, শাহিদা পারভীন সহ বিভিন্ন অফিসের প্রতিনিধিবৃন্দ।