আলমডাঙ্গা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত
“ভূমি অফিসে না, এসে ভূমি সেবা গ্রহণ” এ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২মে রোববার বিকাল ৪টায় উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ২৩মে ভূমি সেবা সপ্তাহ-২০২২“র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রেজওয়ানা নাহিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কানোনগো একেএম আমিনুল ইসলাম, প্রধান সহকারি সোহেল রানা, নাজির ইসমত তোহা, মিউটেশন সার্টিফিকেট সহকারি তানভীর আজিজ, পেশকার আনিসুর রহমান, ক্রেডিট চেকিং সোহেল রানা, সার্টিফিকেট সহকারি মাহাদত হোসেন, কম্পিউটার অপারেটর সজিবুর রহমান, প্রসেস সার্ভার কাজী রোকন উদিন,স্টাফ ফারুক, ফাহিম প্রমুখ।
আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়। যেমন ভূমি উন্নয়ন কর, খতিয়ান পর্চা, অনলাইন শুনানী, জল মহালের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ জানতে, ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ অনলাইনে পাওয়া যাবে। আলোচনা সভা শেষে অনলাইনে নামজারির আবেদনকারীদের মাঝে নামজারির ডিসিআর প্রদান করা হয়।