আলমডাঙ্গার এনায়েতপুরে পান বরজে আগুন দিয়েছে দূর্বত্ত্বরা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২১, ২০২২
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
বাড়াদী প্রতিনিধি : আলমডাঙ্গার এনায়েতপুরে মধ্য রাতে পান বরজে আগুন দিয়েছে । জানা গেছে শুক্রবার মাঝরাতে আলমডাঙ্গার এনায়েতপুর পশ্চিম পাড়ার মাঠে মৃত কায়েম আলির ছেলে মোঃ আব্দুল হান্নান মন্ডলের পান বরজে আগুন দিয়েছে দূর্বত্ত্বরা।
এ বিষয়ে হান্নান মন্ডল জানায় রাত তিনটার দিকে আমি সংবাদ পায় আমার পান বরজে আগুন লেগেছে।দ্রুত বরজে গিয়ে দেখি বরজ পুড়ে শেষ। প্রায় দুই বিঘার মত পান বরজ পোড়াকে রাজনৈতিক কোন্দলের কারন মনে করছেন স্থানীয় লোকজন।
কে বা কারা এর সাথে জড়িত আছে তা এখন পর্যন্ত জানা যায় নি। তবে পানবরজের মালিক হান্নান মন্ডল আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে জানিয়েছেন।