৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা পরিষদের অফিস সহায়কের বিরুদ্ধে জমি লীজ নিয়ে তা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৮, ২০২২
70
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিরুল ইসলামের বিরুদ্ধে চাষাবাদের জন্য জমি লীজ নিয়ে সেই জমি জোরপূর্বক জবর দখল করে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


লিখিত সংবাদ সম্মেলনে আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে মেরাজ হোসাইন উল্লেখ করেছেন ১৯৮৯ সালে আলমডাঙ্গার শিলা সিনেমা হলের পাশে তিনি ,আব্দুল গনি ও খেদের আলী মিলে ৩৮ শতক জমি ক্রয় করেন।

ক্রয়কৃত জমির পিছনের ওয়াবদার ইরিগেশন খাল ও জিকে প্রজেক্টের মেইন ক্যানেল রয়েছে। ওই সম্পত্তি অপর পাশে আব্দুর রবের জমিসহ বেশ কিছু জমি কলেজপাড়ার বসবাসকারী বিল্লাল গনি ও তার ছেলে উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিরুল ইসলাম চাষাবাদের জন্য লীজ গ্রহণ করেন। ওই জমির পেছনে জিকে ক্যানেলের কিছু জমি দখল বিল্লাল গণি ও তার ছেলে আমিরুল ইসলাম করে ঘর নির্মাণ করে বসবাস করতে থাকে। কিছুদিন পর চাষাবাদের জন্য লীজকৃত জমি মালিকের নিকট ছেড়ে দেয়। পরে জিকে ক্যানেলের জমি ও খালের ওপাশের আমাদের মালিকানা ৫ শতক জমি উপজেলা পরিষদের অফিস সহায়কের ক্ষমতা দেখিয়ে জবর দখল করে নিয়ে পাকা ঘর নির্মাণ করেছে।

এ ঘটনার পর জমি একাধিকবার মাপ জোক করলে আমাদের অনকূলে থাকলেও সে বিভিন্নভাবে প্রশাসনিক কর্মকর্তার হুমকি দেখায়। এরই এক পর্যায়ে ২০১৯ সালে ওয়াপদার ওই জমি থেকে অবৈধ ঊচ্ছেদ অভিযান শুরু হলে তাদেরকেও উচ্ছেদ করা হয়। তার কিছুদিন পরেই ক্ষমতার দাপটে আমিরুল অবৈধভাবে ওয়াপদা এবং আমাদের জমিতে ঘর নির্মাণ করে। আমরা আমাদের জমি জমি ছেড়ে দিতে বললে বিল্লাল গনি ও তার ছেলে আমিরুল নানাভাবে হুমকি ধামকি দেখিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, আমাদের জমি জবর দখলমুক্তের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram